Tmss Autism School Job circular 2019

 

Tmss Autism School Job circular 2019. Tmss Autism School Job circular 2019

সহকারী শিক্ষক

টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র, বগুড়া

 
খালি পদ

০৩

জব কনটেক্সট
  • টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রের জন্য জরুরী ভিত্তিতে “সহকারী শিক্ষক” নিয়োগ করা হবে।
  • কর্মস্থল : টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র, বগুড়া।
চাকরির দায়িত্বসমূহ
    ক্লাসে পাঠদানে আগ্রহী হতে হবে।
চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক বা সমমান এবং বিএসএড কোর্স সম্পন্নকারী হতে হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • অটিজম বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে মেশার মানসিকতা থাকতে হবে।
  • অত্যন্ত স্ব-প্রণোদিত, নমনীয় ও উদ্যমী হতে হবে।
  • সৃজনশীল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে।
কর্মস্থল

বগুড়া

 
বেতন
    আলোচনা সাপেক্ষ
কোম্পানীর সুযোগ সুবিধাদি
  • প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

আবেদনের পূর্বে পড়ুন

 
 
নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ঝগঝ/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) সঙ্গে আনতে হবে।
সংস্থায় যোগদানকালে বিধি অনুসারে নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

রিজিউমি গ্রহণের উপায়

 
আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ২২, ২০১৯

About Explore Info

Check Also

TMSS Job Circular 2022 www.tmss-bd.org

TMSS job circular 2022 has been published. It’s a great opportunity for unemployed people. TMSS …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *