৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার

আগামী  ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সকল কোচিং সেন্টারঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের স্কুল-কলেজ,মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে সরকার। স্কুল-কলেজ,মাদ্রাসা সহ সকল কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি আজ ১৬ মার্চ সাংবাদিকদের এসব তথ্য জানান। ০১ এপ্রিল ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ও পিছানো হবে কি না সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে শিক্ষামন্ত্রী জানান এইচএসসি পরীক্ষা আরো অনেক পরে হবে সুতরাং এ বিষয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখন ই নয়।

 

প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান “ অবশ্যই কোচিং সেন্টার গুলো বন্ধ থাকবে”

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন ১৭ মার্চ থেকে ৩১ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে শিক্ষার্থীরা ঘরে থাকবে। শিক্ষার্থীদের কে এই সময়ে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।