২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতঃ প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে শিক্ষক -শিক্ষার্থীদের কে রক্ষা করতে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিল এর প্রথম সপ্তাহে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচী জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা যায়।

২০২০ সালের এইচএসসি পরীক্ষ আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল । শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সময়সূচী ও প্রকাশ করা হয়েছিল। ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল।

 

২০২০ সালের এইচএসসি পরীক্ষায় মোট সাড়ে ১৩ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

 

এদিকে করোনা ভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে । এবং এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।