সংসদ টিভির “আমার ঘরে আমার স্কুল” কার্যক্রম এর রুটিন দেখুন এখানেই

আগামীকাল থেকে টিভিতে ক্লাস শুরু, রুটিন প্রকাশ: সংসদ টেলিভিশনে আগামীকাল ২৯ মার্চ রোববার থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সীমিত আকারে বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু হবে। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়েছে।  প্রকাশিত রুটিনে বলা হয়েছে আগামী ২৯/০৩/২০২০ তারিখ সকাল ৯.০০ টা থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হবে।

 

প্রকাশিত রুটিনে বলা হয়েছে, পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন । প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খােলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

 

প্রকাশিত রুটিনে বলা হয়েছে পরবর্তী সপ্তাহের রুটিন মাউশির ওয়েবসাইটে ১ এপ্রিল প্রকাশ করা হবে।

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের দুরে রাখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এই বন্ধের সময়ে শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতিকে সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান করার সিদ্ধান নেওয়া হয়।

 

জানা যায় শিক্ষা প্রতিষ্ঠান যতদিন বন্ধ থাকবেন ততদিন টিভিতে পাঠদান পরিচালনা করা হবে।