ঝালকাঠিতে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন চাল উদ্ধার করেছে প্রশাসন।রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮নং ইউপি সদস্য মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়।
“এ সময় ত্রাণের সরকারি ২৫শ’ কেজি চাল উদ্ধার হয়। সরকারি বস্তা খুলে এসব চালগু অন্য বস্তায় রাখা হয়েছিল। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে।