জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম জেনে নিন

জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত অভিন্ন গ্রেডিং পদ্ধতি অনুযায়ী গানিতিক (numerical) নম্বর, লেটার গ্রেড ও গ্রেড পয়েন্ট গণনা করে। উক্ত গ্রেডিং পয়েন্ট নিচে তুলে দেওয়া হলোঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম

 

exploerinfo.com

NU Improvement system

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন গ্রেডে কোন ক্লাস

nu-grading-system

সংশ্লিষ্ট কলেজে কোর্সভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধাস্কোরের ভিত্তিতে শিক্ষার্থীকে তার কোর্সের পছনক্রমের ঊর্ধ্বক্রমে কোর্স পরিবর্তনের ফলাফল অনলাইনে/SMS এর মাধ্যমে জানানো হবে৷ শিক্ষার্থীর কোর্স পরিবর্তন হলে নির্দিষ্ট Online থেকে একই প্রক্রিয়ায় কোর্স কলেজে জমা দিতে হবে৷ উল্লেখ্য যে, কোন
শিক্ষার্থীর কোসর্ পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভতির্ বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত কোসের্ তার ভতির্ নিশ্চিত হবে৷ তবে
কোন শিক্ষার্থীর কোর্স  না হলে পূর্বের কোর্সেই তার ভর্তির বহাল থাকবে ৷