জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরে ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো। এ পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

 

পরিবর্তিত সময়সূচী প্রকাশ হওয়া মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র সময়সূচি বিভাগ থেকে জানা যাবে।