করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনী দিল ৩১ কোটি টাকা

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সশস্ত্র বাহিনী ৩০ কোটি ৭০ লাখ টাকা দিয়েছে। জানা যায়  করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মোট ৩০ কোটি ৭০ লাখ টাকা দেয়া হয়েছে।

গত রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তন (আইএসপিআর) থেকে এ তথ্যা জানানো হয়েছে।

জানা যায় এই টাকার মধ্যে সব সেনাসদস্যের ১ দিনের বেতনের টাকা কেটেে এবং সেনাবাহিনী পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে ২৫ কোটি টাকা, সব নেী সদস্যের এক দিনের বেতন ও নেীবাহিনী পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিমান বাহিনীর সদস্যের এক দিনের বেতন থেকে ১ কোটি ২০ লাখ টাকা দেয়া হয়েছে।

 

 

প্রসঙ্গগত, প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপি ছড়িয়ে গেছে। বিশ্বের প্রায় ২০০ টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এবং মারা গেছেন ৫ জন।

 

Leave a Comment