করোনা: মাইকিং করে বাসায় ৫ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পুলিশের

মরণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন পুলিশ। মাদারীপুর জেলার কারকিনি উপজেলায় থানা পুলিশ মাাইকিং করে এ নির্দেশনা দেন । ভাইরাস থেকে রক্ষা পেতে ওজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দেন মাদারীপুর উপজেলার থানা পুলিশ।

একইসাথে এই উপজেলায় রাস্তাঘাটে ইজিবাইট ও ভ্যান সহ সকল যান চলাচল নিষেধাজ্ঞা জারি করেন। আজ বুধবার ২৫ মার্চ সকাল থেকেই জনস্বার্থে এই প্রচার-প্রচারণা শুরু করেন বলে জানা যায়।

 

মুদির দোকান, ওষুধের ফার্মেসি ও স্বাস্থ্য বিভাগ ব্যথিত বাকি সব ব্যবস্যপ্রতিষ্ঠান আগে থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বন্ধ ঘোষণা করেন।

প্রাণঘাতী করোনা ভাইরাস এড়াতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন। প্রাণঘাতী করনো ভাইরাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সুরক্ষা রাখতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সরকার।