অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মেধা তালিকা ও ১ম মাইগ্রেশনের ফলাফল জানবেন যেভাবে

 

  

NU HONOURS 1ST year admission 2nd merit List 2019 Notice has been published on the official wabsite www.nu .ac .bd    of the nu . nu honours 1st year admission 2nd merit list session 2019-20 will be publish 03-10-2019  the orginal notice given below  student can get more information from this original notice nu . 

রাত ৯টার পর অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও ফলাফল জানা যাবে।

 

 চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ

National University Admission 2nd merit list by sms 

Student get information from mobile sms also 

 

 

NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ NU<space>ATHN<space>12345

এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।

HERE , NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= XXXXXXX 

for example ; nu athn XXXXXX and sent it to 16222 then you will get the result , if pass or fail . 

 

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তির ফলাফল ও ভর্তির ফরম পূরণের পদ্ধতিঃ

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানতে ও ভর্তির ফরম পূরণ করতে নিচের বক্সে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন…

লগিন করতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন।  

If pass or fail  after getting chance in nu second merit list you have to infrom or confirm your nu honours admission with in 16 oct to 25 oct 2019. 

ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ

মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ

 

২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ

  • ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ০৩/১০/২০১৯ থেকে ১৩/১০/২০১৯
  • ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০৫/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৬/১০/২০১৯ থেকে ২১/১০/২০১৯

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত  সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয়ে থাকে।

২য় মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ

 

২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা প্রকাশ হবে এতে যাদের কোটা আছে তাদের মধ্যে কিছু প্রার্থী সুযোগ পাবেন। আর কোন মেধা তালিকা কিংবা কোটাতে সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন।